কোটি টাকার ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, থান কাপড় জব্দ
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বাঙ্গালভিটা সীমান্ত এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে আনা কোটি টাকার ভারতীয় ৭১২ পিস শাড়ী, ২০ পিস লেহেঙ্গা ও ১২০০ গজ থান কাপড় জব্দ করেছে বিজিবি।
গতকাল বৃহস্পতিবার রাত ৮ টায় বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের সদস্যরা মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের মাঝেরছড়া এলাকা থেকে ভারতীয় এসব কাপড় জব্দ করে।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত ভারতীয় এসব কাপড়ের আনুমানিক মূল্য ১ কোটি ১ লাখ ৫৮ হাজার টাকা। ভারত থেকে অবৈধভাবে আনা কাপড় জব্দ করা সম্ভব হলেও চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে গেছে।
বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গালভিটা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় শাড়ি, লেহেঙ্গা ও থান কাপড় জব্দ করা হয়েছে। জব্দকৃত কাপড় সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।