বিশ্বজুড়ে স্টারলিংকে বিভ্রাট, দুঃখ প্রকাশ ইলন মাস্কের

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুলাই ২০২৫, ১০:১৯
শেয়ার :
বিশ্বজুড়ে স্টারলিংকে বিভ্রাট, দুঃখ প্রকাশ ইলন মাস্কের

বিশ্বজুড়ে একযোগে ইন্টারনেট বিভ্রাটের মুখে পড়েছে স্পেসএক্সের স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট সেবা ‘স্টারলিংক’। এই সমস্যার কারণে লাখ লাখ মানুষ একসঙ্গে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। প্রায় আড়াই ঘণ্টা তারা ইন্টারনেট ব্যবহার করতে পারেননি।

এই নজিরবিহীন ঘটনার পর স্টারলিংকের শীর্ষ কর্মকর্তারা দুঃখ প্রকাশ করেছেন। স্টারলিংকের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক নিজেও বিষয়টি নিয়ে কথা বলেছেন। 

আল জাজিরার এক প্রতিবেদন সূত্রে আজ শুক্রবার এই সমস্যার খবর প্রকাশ পায়।

স্টারলিংকের ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট মাইকেল নিকোলস বলেন, ‘এই বিভ্রাট প্রায় দুই ঘণ্টা ৩০ মিনিট স্থায়ী হয়। ১৪০টিরও বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে থাকা ৬০ লাখের বেশি ব্যবহারকারী এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন।’

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে (বাংলাদেশ সময় রাত ১টা) সমস্যাটি শুরু হয়। ইন্টারনেট বিভ্রাট ট্র্যাক করে এমন ওয়েবসাইট ‘ডাউনডিটেক্টর’ জানিয়েছে, সেই সময়ে ৬১ হাজারের বেশি বিভ্রাট রিপোর্ট জমা পড়ে।

এদিকে, ইলন মাস্ক তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে লেখেন, ‘এই বিভ্রাটের জন্য দুঃখিত। স্পেসএক্স এর মূল কারণ খুঁজে বের করে তা চিরতরে সমাধান করবে।’

বিশ্লেষকরা বলছেন, এত বড় পরিসরের সমস্যা স্টারলিংকের জন্য এবারই প্রথম। এটি সফটওয়্যারের ভুল, ব্যর্থ কোনো আপডেট, কিংবা সাইবার হামলার ফলও হতে পারে।

২০২০ সাল থেকে স্পেসএক্স ইতোমধ্যে ৮ হাজারের বেশি স্টারলিংক স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে। পৃথিবীর কাছাকাছি কক্ষপথে এসব স্যাটেলাইটের মাধ্যমে তারা একটি বিস্তৃত ইন্টারনেট নেটওয়ার্ক তৈরি করেছে।

এই সেবা এখন দুর্গম অঞ্চলে যেখানে নেটওয়ার্ক খুব একটা থাকে না, সেসব জায়গায় ব্যাপক চাহিদার মুখে পড়েছে। স্টারলিংক সম্প্রতি তাদের উচ্চ গতি ও ব্যান্ডউইথ সক্ষমতা বাড়ানোর কাজও শুরু করেছে।