আইফোনের জন্য বাবা-মার কাছে কলেজছাত্রীর ‘ধর্ষণের নাটক’

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
২৪ জুলাই ২০২৫, ২১:৫০
শেয়ার :
আইফোনের জন্য বাবা-মার কাছে কলেজছাত্রীর ‘ধর্ষণের নাটক’

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আইফোন কিনতে বাবা-মার কাছ থেকে টাকা আদায় করতে অপহরণের পর গণধর্ষণের নাটক সাজানোর অভিযোগ উঠেছে এক কলেজছাত্রীর বিরুদ্ধে।  

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে সংবাদ সম্মেলন করে এ কথা জানায় রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম।

এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ওই কলেজছাত্রীর দুই সহপাঠীকে আটক করেছে পুলিশ।

ওসি তরিকুল ইসলাম বলেন, গতকাল বুধবার স্থানীয় কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীকে অপহরণের পর গণধর্ষণ করা হয়েছে—এমন সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ছাত্রীর পরিবারের সদস্য রুপগঞ্জ থানায় একটি অপহরণের অভিযোগ দেন। পরে ছাত্রীকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে নারায়ণগঞ্জে চিকিৎসার ও পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয়।

ওসি আরও বলেন, অভিযোগের পর পুলিশ উন্নত প্রযুক্তি ব্যবহার করে ঘটনাটি তদন্ত করতে থাকে। তদন্তে বেরিয়ে আসে ওই ছাত্রী গত বেশ কিছু দিন ধরে একটি আইফোন কেনার চেষ্টা করছিল। আইফোন কিনতে ওই ছাত্রী তার দুই সহপাঠীর সঙ্গে মিলে অপহরণের নাটক সাজানোর পরিকল্পনা করে।

তরিকুল ইসলাম বলেন, পরিকল্পনার ভিত্তিতেই গত মঙ্গলবার সকালে ওই ছাত্রী কলেজের উদ্দেশে বাড়ি থেকে বের হয়। ছাত্রীর অপহরণকারী সেজে তার মাকে ফোন দিয়ে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তার দুই সহপাঠী। মুক্তিপনের টাকা না দিলে ছাত্রীকে গণধর্ষণ করবে বলে হুমকি-ধামকি দিতে থাকে। গত মঙ্গলবার রাতে এক বান্ধবীর বাড়িতে ওই ছাত্রী অবস্থান করছে বলে পরিবার নিশ্চিত করেন। গতকাল বুধবার ওই ছাত্রীর পরিবার থেকে টাকা না পেয়ে এক বন্ধুর মাধ্যমে তুস্‌কা সিরাপ কিনে এনে অর্ধেক খেয়ে মুড়াপাড়া কলেজের পেছনে পড়ে থাকে। ওই ছাত্রীর বাড়িতে ফোন দিয়ে তার বান্ধবী বলে, ‘যেহেতু টাকা দেননি, আপনার মেয়েকে কলেজের পেছনে ফেলে গেলাম।’

এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তার দুই সহপাঠীকে আটক করা হয়েছে বলে জানান ওসি। তিনি বলেন, জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।