ক্ষমা চাইলেন গণঅধিকারের রাশেদ খাঁন
দলের এক নেতাকে বলা শব্দচয়নে ভুল হয়েছে জানিয়ে ক্ষমা চাইলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন। আজ বৃহস্পতিবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে এ ক্ষমা চান তিনি।
রাশেদ খাঁন লেখেন, ‘মাহফুজুর রহমান খানসহ আমরা ২০১৮ সাল থেকে একসাথে সংগ্রাম করে যাচ্ছি। সে আমার সাথে জেলও খেটেছে। তার অনেক ত্যাগ রয়েছে। গণঅধিকার পরিষদের মিটিংয়ে সিদ্ধান্ত হয়, মাহফুজুর রহমান খান তার জন্মস্থান (কালীগঞ্জ উপজেলা) গাজীপুর-৫ থেকে নির্বাচন করবে, কিন্তু মাহফুজুর রহমান খান গাজীপুর-২ থেকে নির্বাচন করতে চায়। সেখানে আরেকজন স্থানীয় প্রার্থী রয়েছে।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
তিনি লেখেন, ‘এটা আমাদের কারও একক সিদ্ধান্ত না। আমরা তাকে বুঝিয়ে বলেছি, যে যার এলাকা থেকে/নিজের জন্মস্থান থেকে নির্বাচন করার জন্য, কিন্তু সে সেটি মানেনি। যে কারণে আজকে সে সংবাদ সম্মেলনের সময় বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। উত্তেজনার একপর্যায়ে আমি তাকে বলেছি, তুমি মিডিয়ার সামনে এমন পাগলামি করতেছ কেন? আমি মিডিয়াকে বলেছি, তার প্রত্যাশা পূরণ না হওয়ায় সে একটু মানসিকভাবে বিপর্যস্ত।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
রাশেদ লেখেন, ‘উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে আমার শব্দচয়নে ভুল হয়েছে। আমাদের সংবাদ সম্মেলন শেষে বিষয়টি নিয়ে অনেকে নেতিবাচকভাবে তুলে ধরছে। মিডিয়ার সামনে এমন হট্টগোল ও বিশৃঙ্খলায় অনেকে নেতিবাচকভাবে নিয়েছেন। আজকের বিবৃতিকর ঘটনার জন্য জন্য আমি শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীসহ সকলের কাছে দুঃখ প্রকাশ করছি। আশা করি, অনাকাঙ্ক্ষিত ভুল বোঝা-বুঝি সমস্যা আমরা বসে সমাধান করতে পারব, ইনশাআল্লাহ।’