হাসপাতালে ভর্তি রোগীদের জন্য পানি আনতে হচ্ছে বাহির থেকে

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি
২৪ জুলাই ২০২৫, ১৯:১৬
শেয়ার :
হাসপাতালে ভর্তি রোগীদের জন্য পানি আনতে হচ্ছে বাহির থেকে

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার মানুষের একমাত্র ভরসার হাসপাতালটিতে ব্যবহারের জন্য পানি নেই গত তিনদিন ধরে। ফলে ব্যবহারের জন্য পানি বাইরে থেকে এনে ব্যবহার করতে হচ্ছে তাদের। এতে চরম দূর্ভোগে পড়েছেন চিকিৎসাধীন রোগী ও স্বজনরা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এক রোগী জানান, বিগত কয়েকদিন ধরে হাসপাতালে ব্যবহারের জন্য পানি নেই। রোগীরা অনেক কষ্টে আছে।

সরেজমিনে হাসপাতালে ভর্তি রোগীরা জানান, কয়েকদিন ধরে পানির সমস্যায় ভুগছে তারা। কর্তব্যরত চিকিৎসকদের কাছে জানতে চাইলে তারা বৈদ্যুতিক মোটর নষ্ট হয়ে গেছে বলে জানায়। যার যার পানি তাকেই ব্যবস্থা করতে বলেন। এতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে রোগীদের।

ডায়রিয়া নিয়ে হাসপাতালে ভর্তি মো. আলতাফ ও সাথি আক্তার জানান, তারা গত তিনদিন ধরে হাসপাতালে ভর্তি আছেন। ব্যবহারের জন্য পানি বাইরে থেকে এনে ব্যবহার করতে হচ্ছে তাদের। তীব্র এই গরমের মধ্যেও পানির জন্য গত দুইদিন ধরে গোসল করতে পারছেন না। বাসা-বাড়ি থেকেও হাসপাতালের দূরত্ব বেশি হওয়ায় পানি এনে ব্যবহার করা সম্ভব নয় বলেও জানান তারা।

সাথি আক্তার বলেন, ‘আমি মহিলা মানুষ। পুরুষরা সব সময় থাকতে পারে না, তখন সিঁড়ি দিয়ে পানি নিয়ে উঠানামা কষ্টকর।’

আয়া জরিনা বেগম বলেন, ‘পানি না থাকায় পরিষ্কারও করতে পারছি না।’

পানি না থাকার বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উৎপল দাসের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, হাসপাতালের পানির বৈদ্যুতিক মোটরটি নষ্ট হয়ে গেছে। মেরামতের জন্য বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ পেলে মেরামত করা যাবে।