মোবাইল কোর্টের নিশানা পরিবর্তন করায় ফাঁসলেন রাজউক কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক
২৪ জুলাই ২০২৫, ১৮:৪১
শেয়ার :
মোবাইল কোর্টের নিশানা পরিবর্তন করায় ফাঁসলেন রাজউক কর্মকর্তা

ব্যক্তি স্বার্থে মোবাইল কোর্টের নিশানা পরিবর্তন করে অন্য ভবনে মোবাইল কোর্ট পরিচালনার দায়ে ফেঁসে গেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ইমারত পরিদর্শক বিশ্বজিৎ সিংহ।

জানা গেছে, যে ভবনে মোবাইল কোর্ট পরিচালনার জন্য রাজউক সিদ্ধান্ত নিয়েছে, আগে থেকেই সেই ভবন মালিক থেকে আর্থিক সুবিধা নিয়েছেন এই ইমারত পরিদর্শক। যার ফলে মোবাইল কোর্ট পরিচালনার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অন্য ভবনে নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করান বিশ্বজিৎ সিংহ।

সম্প্রতি রাজউকের জোন-৬/১ এর আওতাধীন খিলগাঁওয়ের উত্তর গোড়ানের পোষ্ট অফিস গলির ১৫০/২ নম্বর ভবনে নকশার ব্যতয় ঘটানো দায়ে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেয় রাজউক। এ জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বাধীন মোবাইল কোর্ট ঐ এলাকায় গেলে। এই এলাকার দায়িত্বরত ইমরাত পরিদর্শক বিশ্বজিৎ সিংহ নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ভুল বুঝিয়ে অন্য একটি নির্মাণাধীন ভবনে অভিযান করান। যার ফলে রাজউকের কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ হয়েছে।

রাজউকের একজন কর্মকর্তা এভাবে তার উর্ধ্বতন কর্মকর্তাতে ভুল তথ্য দিয়ে রাজউকের ভাবমূর্তি ক্ষুন্ন করায় তাকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

এ বিষয়ে তার বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি নিচ্ছে রাজউক। বিশ্বজিৎ সিংহের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ এনে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম স্বাক্ষরিত আদেশে সাময়িক বরখাস্ত করা হয়।