থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘাতে নিহত বেড়ে ১২
থাইল্যান্ডা ও কম্বোডিয়া সংঘাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে। তাদের মধ্যে বেশিরভাগই থাই বেসামরিক। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। কম্বোডিয়া থেকে আর্টিলারি ও রকেট নিক্ষেপ করা হয়েছে। আর থাইল্যান্ড হামলা চালিয়েছে ফাইটার জেট দিয়ে।
এই বিরোধের শেকড় শতবছরের পুরোনো, যখন ফরাসিরা কম্বোডিয়া দখল করেছিল এবং তখনকার সময় দুই দেশের সীমান্ত চিহ্নিত করা হয়। ২০০৮ সালে বিরোধ আনুষ্ঠানিকভাবে উত্তেজনায় রূপ নেয়। সেসময় কম্বোডিয়া তাদের সীমানায় অবস্থিত ১১শ’ শতাব্দীর একটি প্রাচীন মন্দিরকে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করে। থাইল্যান্ড তখন তীব্র প্রতিবাদ জানায়, কারণ মন্দিরটি একটি বিতর্কিত অঞ্চলে অবস্থিত। এরপর থেকে দুই দেশের মধ্যে মাঝে মাঝেই সংঘর্ষ হয়েছে, যাতে উভয় পক্ষের সৈন্য এবং সাধারণ মানুষ নিহত হয়েছে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
আজ বৃহস্পতিবার ভোররাত থেকেই নতুন করে উত্তেজনা শুরু হয়। কম্বোডিয়ার রকেট হামলায় একজন শিশুও মারা গেছে। ধ্বংস হয়েছে একটি পেট্রোল পাম্পও।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
সাম্প্রতিক এই সংঘাত নিরসনের আহ্বান জানিয়েছে প্রতিবেশী দেশগুলো। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, তিনি দুই দেশের নেতার সঙ্গেই বিষয়টি নিয়ে কথা বলবেন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস