গভীর রাতে বাসায় ফিরে পরদিন চিরবিদায় সানির
নেত্রকোনার পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ফরিবাড়ী গ্রামে সানি (২১) নামের এক তরুণ বিষপানে আত্মহত্যা করেছেন। মানসিক অস্থিরতা থেকেই এমন মর্মান্তিক সিদ্ধান্ত বলে প্রাথমিকভাবে ধারণা করছে পরিবার ও পুলিশ।
জানা যায়, গত কয়েক মাস ধরে সানির আচরণে অসামঞ্জস্যতা লক্ষ্য করছিলেন তার পরিবার। গভীর রাতে বাসায় ফেরা, একাকী সময় কাটানো এবং হতাশাগ্রস্ত মনোভাব তাদের দুশ্চিন্তায় ফেলে দেয়। ঘটনার আগের রাতেও সানি দেরিতে বাড়ি ফিরলে তার মা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এত রাতে তোকে প্রতিদিন খাবার দিতে হয় কেন?’
গত সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে বিষপানে গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় গতকাল বুধবার বিকেলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে সন্ধ্যা ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত সানির পিতার নাম মুশতাক আহমেদ, এবং মায়ের নাম আফরোজা আক্তার।
পূর্বধলা থানা সূত্রে জানা গেছে, এ বিষয়ে থানায় এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। মৃত্যুর কারণ তদন্তাধীন। আত্মহত্যার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে পরিবারের পক্ষ থেকে জানান হয়ে, এ আত্মহত্যার ঘটনা নিছক পারিবারিক বিষন্নতা থেকেই হয়েছে।