ত্রিভুজ প্রেমের জেরে প্রেমিক খুন, প্রেমিকাসহ অপর প্রেমিক গ্রেপ্তার
টাঙ্গাইলের মির্জাপুরে প্রবাসফেরত ফিরোজ মিয়া হত্যার পেছনে ত্রিমুখী পরকীয়ার আলামত পেয়েছে পুলিশ।
এ ঘটনায় প্রেমিক-প্রেমিকাকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বুধবার তাদের দুজনকে আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। ফিরোজা খাতুনকে ৩দিন ও জামাল উদ্দিনকে ২ দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত।
গতকাল বুধবার সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম।
এদিকে এ ঘটনায় ফিরোজা খাতুনের আরেক প্রেমিক জামাল উদ্দিন ওরফে সোনা মিয়াকেও গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার তরফপুর ইউনিয়নের মুচিরচালা গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে জামিল হোসেন ওরফে সোনা মিয়া (৫৩) ও পাথালিয়া পাড়া গ্রামের প্রবাসী শাহ আলমের স্ত্রী ফিরোজা আক্তার (৪৫)।
গ্রেপ্তারকৃত ফিরোজা আক্তারের দেওয়া প্রাথমিক তথ্যের ভিত্তিতে পুলিশ জানায়, তার সঙ্গে পরকীয়া সম্পর্ক ছিল ফিরোজ ও জামালের। সোমবার দিনগত রাতে ফিরোজের সঙ্গে দৈহিক সম্পর্ককালীন বিষয়টি দেখে ফেলেন জামাল। এ সময় তাদেরকে ঘরে আটকের চেষ্টা করেন প্রেমিক জামাল। ধস্তাধস্তির এক পর্যায়ের ফিরোজের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন জামাল। অর্ধ উলঙ্গ অবস্থায় দৌড়ে পালান আহত ফিরোজ। জামালও তার পিছু নেন। এরপর মঙ্গলবার সকাল বেলা অর্ধ উলঙ্গ অবস্থাতেই ক্ষেতের আইলে ফিরোজের মরদেহ দেখতে পান স্থানীয়রা। তবে কীভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তা এখনো খোলাসা করতে পারেনি পুলিশ।
এ বিষয়ে মির্জাপুর থানার এসআই জুয়েল রানা বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার কথা স্বীকার করেছেন। ত্রিভুজ প্রেমের কারণে ফিরোজ আল মামুন খুন হয়েছেন।’
এ ব্যাপারে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ‘ত্রিভুজ প্রেমঘটিত কারণে ফিরোজ আল মামুন খুন হয়েছেন। গ্রেপ্তারকৃতদের বুধবার টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’