ঝড়ের আশঙ্কায় সতর্কতা, জানাল অধিদপ্তর

অনলাইন ডেস্ক
২৪ জুলাই ২০২৫, ১১:০৮
শেয়ার :
ঝড়ের আশঙ্কায় সতর্কতা, জানাল অধিদপ্তর

রাজধানী ঢাকায় আজ দিনের তাপমাত্রা প্রায় ১ থেকে ২ ডিগ্রি হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে হতে পারে হালকা বৃষ্টি। এ সময় দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়াবিদ মো. নাজমুল হকের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, ঢাকা, ফরিদপুর, মাদারপুর এবং খুলনা অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এই জেলাগুলোতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ ভারী হয়ে আসতে পারে, এবং হঠাৎ বজ্রপাতসহ দমকা বাতাস বয়ে যেতে পারে বলে। ফলে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর নির্দেশনা অনুযায়ী, সতর্ক সংকেত কার্যকর থাকা অবস্থায় ছোট নৌযানগুলোকে নৌপথে চলাচল না করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। যাত্রী ও পণ্য পরিবহনেও সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।