ইজিবাইককে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল যাত্রীর

তেঁতুলিয়া প্রতিনিধি
২৪ জুলাই ২০২৫, ০৯:১৬
শেয়ার :
ইজিবাইককে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল যাত্রীর

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ট্রাকের ধাক্কায় হাফিজুর ইসলাম (২৫) নামের এক ইজিবাইকের যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরও দুজন।

গতকাল বুধবার রাতে জেলার তেঁতুলিয়ার শালবাহান রোডের মাঝিপাড়া সংলগ্ন ডাহুক সেতু এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজুর ইসলাম উপজেলার বুড়াবুড়ি ইউপির অন্তর্গত নাওয়াগছ বালাবাড়ি এলাকার আসব আলীর ছেলে।

তেঁতুলিয়ার হাইওয়ে পুলিশ জানায়, তেঁতুলিয়া থেকে ইজিবাইকে বাড়িতে ফিরছিলেন হাফিজুর। ইজিবাইকটি ডাহুক সেতু এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয় একটি দ্রুতগামী ট্রাক। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটি সামনে দাঁড়িয়ে থাকা আরেক ট্রাকের পেছনে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই হাফিজুর মারা যান। আহত হন ইজিবাইক চালকসহ আরও দুইজন।

তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় জানান, এ ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে মামলা দায়ের চলমান।