হাসপাতালে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক
২৪ জুলাই ২০২৫, ০১:৪৭
শেয়ার :
হাসপাতালে খালেদা জিয়া

জরুরি ভিত্তিতে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।

বুধবার দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে তিনি গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশে রওনা হন। বিষয়টি আমাদের সময়কে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আজ রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। আশা করছি, জরুরি পরীক্ষা-নিরীক্ষা শেষে তিনি আবার বাসায় ফিরে আসবেন।’

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই নানা জটিল রোগে ভুগছেন সাবেক এই প্রধানমন্ত্রী। এর আগেও বিভিন্ন সময়ে তাকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে। চলতি বছরে লন্ডন থেকেও চিকিৎসা নিয়ে দেশে ফিরছেন তিনি।