হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া
জরুরি ভিত্তিতে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানী এভার কেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে। আজ বুধবার রাত সোয়া পৌনে ১টার দিকে আমাদের সময়কে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।
তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আজ রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে। এ জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
শামসুদ্দিন দিদার আরো বলেন, ‘বিএনপি চেয়ারপারসনকে কিছুক্ষণের মধ্যে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে। সেখানে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার করা হবে।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই নানা জটিল রোগে ভুগছেন সাবেক এই প্রধানমন্ত্রী। এর আগেও বিভিন্ন সময়ে তাকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে। চলতি বছরে লন্ডন থেকেও চিকিৎসা নিয়ে দেশে ফিরছেন তিনি।