বিমান বিধ্বস্তে ক্ষতিগ্রস্তদের সুচিকিৎসা-আর্থিক সহায়তা প্রদানের আহ্বান
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম গভীরভাবে শোকাহত এবং উদ্বিগ্ন।
বুধবার সংবাদ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, এতগুলো শিশুর লাশ, যা বাংলাদেশ আগে কখনও দেখেনি, জাতি হিসেবে আমাদের মেনে নেওয়া খুবই দুঃসহ। গণমাধ্যম থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিমান বিধ্বস্তের ঘটনায় বুধবার দুপুর পর্যন্ত শিশুসহ মোট ৩২ জন নিহত ও ১৬৫ জন আহত হয়েছেন।
জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ দগ্ধ হয়ে মূমুর্ষু অবস্থায় যারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, তাদের দ্রুত সুস্থতা কামনা করছে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
সংস্থাটি বলেছে, কোন দুর্ঘটনাই আগাম বার্তা দিয়ে আসে না। তবে ফোরাম মনে করে, এ ধরনের দুর্ঘটনার বিপরীতে ফলপ্রসূ পরিকল্পনা গ্রহন করে ঝুঁকি কমানো সম্ভব। বিদ্যালয় হচ্ছে শিশুদের জন্য সর্বোচ্চ নিরাপদ স্থান এবং অভিভাবকদের ভরসার স্থল। সেখানে স্কুল ক্যাম্পাসে শিক্ষার্থীদের এমন মর্মান্তিক মৃত্যু ও বিভৎস্য হতাহতের ঘটনায় ফোরাম গভীরভাবে উদগ্রীব। এ দুর্ঘটনা শুধু শিশুদের পরিবারেই নয়, পুরো জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। সম্ভাবনাময় সন্তানদের হারিয়ে জাতি গভীর শূন্যতায় পড়েছে। প্রতিটি শিশুর সঙ্গে জড়িত রয়েছে এক একটি পরিবার এবং সমগ্র জাতীর স্বপ্ন ও সম্ভাবনা।
বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে ফোরাম গভীরভাবে লক্ষ করছে যে, নিহত ও আহত শিশু এবং ব্যক্তিবর্গের সংখ্যা সঠিকভাবে উপস্থাপন করা হচ্ছে না। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তার ঘটনায় ফোরামের আহ্বান- নিহত শিশু ও ব্যক্তিদের সঠিক সংখ্যা ও পরিচয় প্রকাশ করা; আহত শিশু ব্যক্তিদের নির্ভুল তালিকা প্রকাশ করা; দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করা; ক্ষতিগ্রস্ত শিশুদের দীর্ঘমেয়াদে শারীরিক, মানসিক ও আর্থিক সহযোগিতা প্রদান, একইসাথে সুচিকিৎসা নিশ্চিত করা, প্রয়োজনমাফিক দেশের বাইরে চিকিৎসার ব্যবস্থা করা; জনবহুল এলাকায় যেকোনো ঝুঁকিপূর্ন কার্যক্রম গ্রহণকালে সম্ভাব্য পরিণতি বিষয়ে দায়িত্বশীল চিন্তা করা; বিমান চালানোর প্রশিক্ষণের সময় দুর্ঘটনার আশঙ্কা থাকবেই, এধরণের প্রশিক্ষণ লোকালয়কেন্দ্রিক ব্যবস্থা না করা; সরকারি পর্যায় থেকে আগামী ২ দিনের মধ্যে কমিটি গঠনের মাধ্যমে হতাহত-নিখোঁজদের তালিকা তৈরির কাজ সম্পন্ন এবং প্রকাশ করা।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম সর্বঅবস্থায় শিশুদের নিরাপত্তা নিশ্চিত ও অগ্রাধিকার প্রদানের জন্য সরকারকে আহ্বান জানাচ্ছে।