সমন্বয়কদের সন্ধান, ১৪শ জনকে গ্রেপ্তার

নজরুল ইসলাম
২৪ জুলাই ২০২৫, ০০:০০
শেয়ার :
সমন্বয়কদের সন্ধান, ১৪শ জনকে গ্রেপ্তার

গত বছরের ২৪ জুলাই সন্ধান মেলে নিখোঁজ হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আবু বাকের মজুমদার ও রিফাত রশীদের। পাঁচ দিন পর তাদের চোখ বেঁধে ফেলে যায় বলে সজীব ও বাকের ফেসবুক পোস্টে জানান। আর রিফাত আত্মগোপনে চলে যান। ২৩ জুলাই রাত থেকে এদিন দুপুর পর্যন্ত চিরুনি অভিযান চালিয়ে রাজধানীতে ৬৪১ জনসহ সারাদেশে ১৪শ জনকে গ্রেপ্তার করা হয়। এই নিয়ে ১৭ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত সারাদেশে প্রায় সাড়ে চার হাজার জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে রাজধানীতে গ্রেপ্তার করা হয় এক হাজার ৭৫৮ জনকে, যার অধিকাংশই বিএনপি ও জামায়াতের নেতাকর্মী। এদিন বিএনপি নেতা ডা. রফিকুল ইসলাম, রশিদুজ্জামান মিল্লাত ও এসএম জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়।

এদিন গ্রেপ্তারের বিষয়ে তৎকালীন ডিবিপ্রধান ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ভিডিও ফুটেজ দেখেই অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে। জুলাই মাসে বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন সেমিস্টারের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়। চলমান পরিস্থিতির কারণে ৩১ জুলাই পর্যন্ত পিএসসির সব পরীক্ষাও স্থগিত করা হয়।

এদিনও আন্দোলনে অংশ নেওয়া চারজনের চিকিৎসাধীন মৃত্যু হয়। এ নিয়ে আন্দোলনে ২০১ জন নিহত হন। কোটা সংস্কার আন্দোলনে হতাহত ও গ্রেপ্তারের প্রতিবাদে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে বিক্ষোভ হয়। বাংলাদেশের পরিস্থিতি যুক্তরাষ্ট্র গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানান দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার। এদিন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, সরকার যত দিন চাইবে, সেনাবাহিনী তত দিন বেসামরিক প্রশাসনের সহযোগিতায় দায়িত্ব পালন করবে।

৫ দিন বন্ধ থাকার পর এদিন রাতে সারাদেশে ‘পরীক্ষামূলকভাবে’ ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করে বিটিআরসি। তবে মোবাইল ইন্টারনেট বন্ধ রাখা হয়। হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া মেট্রোরেল ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ রাখা হয়। তবে ঢাকাসহ তিন জেলায় সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল। অন্যান্য জেলায়ও জেলা প্রশাসকদের নির্ধারিত কয়েক ঘণ্টা কারফিউ শিথিল থাকে। এদিন সরকারি অফিস ও ব্যাংক চার ঘণ্টার জন্য খুলে দেওয়া হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ-র‌্যাবের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদেরও টহল অব্যাহত ছিল।

এদিন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মতবিনিময় সভা করেন দেশের শীর্ষস্থানীয় আওয়ামীপন্থি সাংবাদিকরা। কারফিউ শিথিল হওয়ায় এদিন রাজধানী থেকে দূরপাল্লার বাস ছেড়ে যায়। ঢাকার সদরঘাট থেকে বিভিন্ন গন্তব্যে লঞ্চ চলাচল শুরু হয়। এদিন অফিস-আদালত ও কলকারখানায় কর্মচাঞ্চল্য ফিরে আসে।

কোটা সংস্কার আন্দোলনে হামলা ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত মেট্রোরেলসহ কয়েকটি স্থাপনা বিদেশি কূটনীতিকদের পরিদর্শন করায় সরকার। আন্দোলনে ১৬ জুলাই ৬ জন নিহতের ঘটনা তদন্তে ২৪ জুলাই বিচার বিভাগীয় তদন্ত কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার কথা জানায় এই কমিটি। আন্দোলনকে ঘিরে সহিংসতায় নিহত আটজনের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। ফলে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পড়ে থাকা মরদেহগুলো বুধবার বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়।

তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, দুষ্কৃতকারীরা যেখানেই থাকুক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে। আর জনমনে স্বস্তি না ফেরা পর্যন্ত কারফিউ চলবে বলে জানান তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এদিন নরসিংদী কারাগার থেকে পালানো দুই নারী জঙ্গি ইশরাত জাহান মৌসুমী ওরফে মৌ ও খাদিজা পারভীন মেঘলাকে গ্রেপ্তার করে পুলিশের সিটিটিসি ইউনিট। এ ছাড়া পালিয়ে যাওয়া কারাবন্দিদের মধ্যে বুধবার পর্যন্ত ২৯২ জন আত্মসমর্পণ করেন। সারাদেশে অবিলম্বে ইন্টারনেট চালু, কারফিউ তুলে দেওয়াসহ চার দফা দাবি জানিয়ে ২৩ জুলাই দুদিনের আলটিমেটাম দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের একাংশ। অন্যদিকে নিজেদের ৯ দফা দাবি আদায়ে ২৫ জুলাই দেশব্যাপী গণসংযোগ কর্মসূচি ঘেষণা করে সমন্বয়কদের আরেক পক্ষ।

কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন এবং তাদের ওপর হামলা, সহিংসতা ও হত্যাকা-ের ঘটনায় এদিন প্রতিক্রিয়া জানায় মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার বলেন, তারা বাংলাদেশের চলমান পরিস্থিতি নজরে রেখেছে। একইসঙ্গে পেন্টাগন সবাইকে শান্ত থাকার আহ্বান জানায়।