বিমান বিধ্বস্তের ঘটনায় ২২ মরদেহ হস্তান্তর, শনাক্ত হয়নি ৭ জনের

অনলাইন ডেস্ক
২৩ জুলাই ২০২৫, ২১:৫৬
শেয়ার :
বিমান বিধ্বস্তের ঘটনায় ২২ মরদেহ হস্তান্তর, শনাক্ত হয়নি ৭ জনের

রাজধানীর উত্তরা দিয়াবাড়ীতে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৯ জন। এদের মধ্যে ২২ জনের মরদেহ শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ বুধবার রাতে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, নিহতদের মধ্যে ২২ জনের পরিচয় শনাক্ত করে মরদেহ হস্তান্তর করা হয়েছে। বাকি সাতজনের মধ্যে ছয়জনের মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতালে এবং একজনের মরদেহ লুবানা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ডিএনএ পরীক্ষার মাধ্যমে বাকি মরদেহগুলোর পরিচয় নিশ্চিত করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।