চলনবিল প্রেসক্লাবের সভাপতি আক্কাছ, সম্পাদক নাজমুল
নাটোরের গুরুদাসপুরের সাংবাদিকদের আদি সংগঠন চলনবিল প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন ব্যাপক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। আজ বুধবার বিকেলে চলনবিল প্রেসক্লাব কার্যালয়ে ১৩তম এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
উপস্থিত সদস্যদের প্রত্যক্ষ ভোটে নবগঠিত কমিটির পুনরায় সভাপতি নির্বাচিত হন কালের কণ্ঠ প্রতিনিধি এম এম আলী আক্কাছ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন সমকাল ও এনটিভি অনলাইনের নাজমুল হাসান। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছের আনন্দ টিভির জালাল উদ্দিন।
ভোট শেষে এ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এস এম মজিবুর রহমান মজনু ফল ঘোষণা করেন।
নির্বাচনে সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন প্রেসক্লাবের উপদেষ্টা আবুল কালাম আজাদ ও জালাল উদ্দিন শুক্তি। ঐতিহাসিক এ প্রেসক্লাবের ২৫ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।