দেশ এক বিশেষ সন্ধিক্ষণে রয়েছে: জামায়াত আমির

বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি
২৩ জুলাই ২০২৫, ২০:৩১
শেয়ার :
দেশ এক বিশেষ সন্ধিক্ষণে রয়েছে: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘দেশ এখন এক বিশেষ সন্ধিক্ষণে রয়েছে। এ পরিস্থিতি সফলভাবে অতিক্রম করতেই হবে। আমরা বিচলিত নই, কিন্তু দেশের বাস্তবতা বহু মানুষকে উদ্বিগ্ন করে তুলেছে। ’

আজ বুধবার বিকেলে সিলেটের বিয়ানীবাজার পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে  উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, ‘জুলাই আন্দোলন কোনো মাস্টারমাইন্ডের নয়, ১৮ কোটি জনতার।’

তিনি বলেন, ‘রাজধানীর মাইলস্টোনের দুর্ঘটনায় জামায়াতে ইসলামী সাথে সাথেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, কোনো সময় ক্ষেপণ করেনি। আমরা জামায়াতে ইসলামী আহত এবং নিহত পরিবারের পাশে থাকব, ইনশাআল্লাহ। ’

ডা. শফিকুর রহমান বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া অতীতের মতো কোনো বস্তাপচা নির্বাচনে জামায়াতে ইসলামী যাবে না এবং করতেও দেবে না। জামায়াতে ইসলামী ইতোমধ্যে কিছু পদক্ষেপ নিয়েছে। আমরা বিশ্বাস করি, আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব। আমাদের রাজনীতি দেশ ও জনগণের কল্যাণে পরিচালিত হয়।’

তিনি বলেন, ‘১৯৭১ সালের পর অনেক কিছু অর্জিত হওয়ার কথা থাকলেও মানুষের আশা-আকাঙ্ক্ষার বড় অংশ আজও অপূর্ণ। পতিত স্বৈরাচার দেশকে দিয়েছে দুঃশাসনের স্টিম রোলার। মানুষের ১৫ বছর কেটেছে দুঃস্বপ্নের মধ্যে। জাতীয় নেতাদের বিচার ছাড়াই, আবার কাউকে বিচারের নামে হত্যা করা হয়েছে। আয়নাঘরে আটক করে নির্যাতনের ঘটনাও ঘটেছে। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন ইতোমধ্যে এসব ঘটনা স্পষ্টভাবে তুলে ধরেছে, কিন্তু এখনো জনগণ কোনো বিশ্বাসযোগ্য বিচার দেখতে পাচ্ছে না। ‘

সতর্ক করে জামায়াত আমির বলেন, ‘যদি ন্যায়বিচার না হয়, বাংলাদেশ অন্ধকারে তলিয়ে যাবে। আবার যেনতেন বিচারও চাই না। বিচারের নামে আমাদের ওপর যেভাবে অবিচার হয়েছে, তাও চাচ্ছি না।’

আওয়ামী লীগকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘আদালতে জামায়াত নেতাদের অন্যায়ভাবে বিচার করা হয়েছিল, সেই আদালতে তাদের আসতে হবে। বিচার হবে, আমরা চাই না তাদের ওপর জুলুম হোক। আমরা চাই ন্যায়বিচারের মাধ্যমে তাদের পাওনা বুঝিয়ে দিতে।’

বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুল ইসলামের সভাপতিত্বে, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আবুল কাশেশের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরের আমির মো. ফখরুল ইসলাম, সিলেট জেলা শাখার আমির মাওলানা হাবিবুর রহমান, সিলেট জেলা শাখার নায়েবে আমির অধ্যক্ষ আব্দুল হান্নান, জামায়াত নেতা মাওলানা হাফিজ আনোয়ার হোসেন খান প্রমুখ।