সিটি হকার্স মার্কেটে ক্ষতিগ্রস্তদের ৬ লাখ টাকা সহায়তা দিল জেলা প্রশাসন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৩ জুলাই ২০২৫, ১৮:২৬
শেয়ার :
সিটি হকার্স মার্কেটে ক্ষতিগ্রস্তদের ৬ লাখ টাকা সহায়তা দিল জেলা প্রশাসন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিটি হকার্স মার্কেটের সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৫ জন ব্যবসায়ীর মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আজ বুধবার জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা প্রত্যেক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা করে সর্বমোট ৬ লাখ ২৫ হাজার টাকার চেক হস্তান্তর করেন। এই অনুদান জেলা পরিষদের তহবিল থেকে প্রদান করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব মো. আবু আল ইউসুফ খান টিপু এবং জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য মাওলানা মো. মাইনুদ্দিন আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও তাদের পরিবারের সদস্যরা।

অনুষ্ঠানে দুইজন ব্যবসায়ী তাদের বক্তব্যে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে যাওয়ায় চরম ক্ষতির কথা তুলে ধরেন। তারা জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং একইসঙ্গে দোকান মালিকপক্ষের কাছ থেকে উপযুক্ত ক্ষতিপূরণ না পাওয়ার আক্ষেপ জানান।

 রাজনৈতিক নেতারা জেলা প্রশাসকের মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং আগামীতেও যেন এই মার্কেটে প্রকৃত ও উপযুক্ত ব্যবসায়ীরা দোকানের মালিক হতে পারেন, সে বিষয়ে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন।

জেলা প্রশাসক তার বক্তব্যের শুরুতেই সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের প্রতি গভীর শোক ও সহমর্মিতা প্রকাশ করেন। তিনি অগ্নিকাণ্ডের জন্য কারো অসাবধানতা বা অবহেলা দায়ী হতে পারে বলে উল্লেখ করেন এবং সকলকে আরও সচেতন, সৎ ও মানবিক হওয়ার আহ্বান জানান।

ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সততা ও ন্যায্যতার সঙ্গে ব্যবসা পরিচালনা করতে হবে। নকল ও ভেজাল পণ্য বন্ধে সকলের দায়িত্ব আছে।’ তিনি আশা প্রকাশ করেন, এই আর্থিক সহায়তা ক্ষতিগ্রস্তদের নতুনভাবে ঘুরে দাঁড়াতে সহায়ক হবে। পাশাপাশি তিনি জানান, ভবিষ্যতে স্বল্প সুদে ব্যাংক ঋণের ব্যবস্থা বা অন্য যে কোনো সহায়তার ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

এছাড়াও একই দিনে জেলা প্রশাসক জাতীয় সমাজকল্যাণ পরিষদের তহবিল থেকে চিকিৎসা সহায়তা বাবদ ১০ জনকে ১০,০০০ টাকা করে মোট ১,০০,০০০ (এক লক্ষ) টাকার অনুদান প্রদান করেন।