দুর্নীতির মামলায় আবুল বারকাত রিমান্ডে

আদালত প্রতিবেদক
২৩ জুলাই ২০২৫, ১৬:৫৫
শেয়ার :
দুর্নীতির মামলায় আবুল বারকাত রিমান্ডে

২৯৭ কোটি টাকার দুর্নীতির মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাতের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত

আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন এই রিমান্ডের আদেশ দেন।

মামলাটির তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, মামলাটি তদন্তাধীন রয়েছে। জামিন পেলে আসামি আত্মগোপন করতে পারেন এবং সাক্ষীদের প্রভাবিত করতে পারেন অথবা তদন্ত কাজতে প্রভাবিত করতে পারেন। মামলাটি অর্থ আত্মসাৎ এবং জাল-জালিয়াতির বিষয়াধীন। এরসঙ্গে আর কারও সম্পৃক্ততা রয়েছে কি না তা উদ্‌ঘাটনের কারণে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন।

আসামি পক্ষের আইনজীবী মো. শাহীনুর ইসলাম রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর এ জামিনের বিরোধিতা করে রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।