জাতীয় প্রেসক্লাব মোড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীর জাতীয় প্রেসক্লাব মোড়ে ট্রাকের ধাক্কায় মো. সেন্টু ইসলাম (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টার দিকে শাহবাগ থানাধীন প্রেসক্লাব মোড় কদম আলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেন্টু ইসলাম চকবাজার ইসলামবাগের বাসিন্দা আলাউদ্দিন খালাসীর ছেলে। পেশায় তিনি প্লাস্টিক ব্যবসায়ী ছিলেন।
নিহতের বন্ধু আল-আমিন জানান, গত মঙ্গলবার রাত সোয়া ১টার দিকে সেন্টু তার কাকরাইলে ব্যবসায়িক কাজে গিয়েছিলেন। সেখান থেকে মোটরসাইকেল চালিয়ে লালবাগের বাসায় ফেরার পথে ইউ টার্ন নেওয়ার সময় একটি দ্রুতগামী দ্রুতগতির ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে সেন্টু মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হয়।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
পরে রাত পৌনে দুইটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?