মুক্তির চার দিনেই ১০০ কোটির ক্লাবে
বলিউডে মুক্তি পেয়েছে নতুন জুটি আহান পান্ডে ও অনীত পাড্ডার ‘সাইয়ারা’। মাত্র চার দিনেই পা রেখেছে ১০০ কোটির ক্লাবে। সিনেমায় আরও অভিনয় করেছেন ভারুন বাদোলা, গীত আগরওয়াল, রাজেশ কুমার, আলম খানসহ অনেকে। ‘সাইয়ারা’ ছবিটি পরিচালনা করেছেন বলিউডের জনপ্রিয় পরিচালক মোহিত সুরি। এর আগে ‘আশিকি ২’, ‘এক ভিলেন’, ‘মালং’ সিনেমা পরিচালনা করেন।
ছবির গল্পে দেখা যায়, কৃষ কাপুর (আহান পান্ডে) একজন উদীয়মান গায়ক এবং বাণী বাত্রা (অনীত পাড্ডা) কবি ও গীতিকার। বাণী প্রথমে তার প্রেমিকের কাছ থেকে আঘাত পেয়ে মানসিকভাবে ভেঙে পড়ে। এ ঘটনার ছয় মাস পর সে একজন সাংবাদিক হিসেবে কাজ শুরু করে। সেখানেই তার পরিচয় হয় কৃষের সঙ্গে। কৃষ একজন অস্থির ও স্বপ্নবাজ সংগীতশিল্পী। কৃষ বাণীর লেখা কবিতায় মুগ্ধ হয় এবং তাকে তার গানের জন্য গীতিকার হিসেবে কাজ করার প্রস্তাব দেয়।
একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের মধ্যে এক গভীর বন্ধন তৈরি হয় এবং তারা একে অপরের প্রেমে পড়ে। তাদের এই প্রেমকাহিনির মধ্যেই আসে এক বড় মোড়। বাণী আক্রান্ত হয় আর্লি-অনসেট অ্যালঝেইমার্স রোগে। ধীরে ধীরে তার স্মৃতি হারাতে শুরু করে। এ সময় কৃষ এবং বাণী কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়। সিনেমার গল্পে প্রেম, বিচ্ছেদ, আত্মত্যাগ এবং স্মৃতি হারানোর যন্ত্রণা চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
সাইয়ারার দাপটে অনুরাগ বসু পরিচালিত ‘আশিকী ৩’ পড়েছে অনিশ্চয়তায়। ‘সাইয়ারা’ পরিচালক মোহিত সুরি এক সাক্ষাৎকারে জানান, ‘আশিকী ৩’ নাকি না-ও তৈরি হতে পারে। কারণ, দুটি ছবির গল্পও নাকি কাছাকাছি! আগে মুক্তি পাওয়ায় মোহিতের ছবিটি বলিউডে নতুন মাইলফলক তৈরি করে ফেলেছে, ঠিক যেমনটি করেছিল ‘কেয়ামত সে কেয়ামত তক’ বা ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ ছবি দুটি।
প্রসঙ্গত, মোহিত ছিলেন অনুরাগের সহকারী পরিচালক। একাধিক জনপ্রিয় ছবিতে অনুরাগকে সহযোগিতা করেছেন।
আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল