ঢাকা-বরিশাল মহাসড়ক ৪ ঘণ্টা অবরোধ করে রাখলেন শিক্ষার্থীরা

বরিশাল ব্যুরো
২২ জুলাই ২০২৫, ২০:১২
শেয়ার :
ঢাকা-বরিশাল মহাসড়ক ৪ ঘণ্টা অবরোধ করে রাখলেন শিক্ষার্থীরা

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের নিহতের ঘটনায় শিক্ষা উপদেষ্টার পদত্যাগসহ ছয় দফা দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে রেখেছে বরিশালের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার দুপুর ১টা থেকে নগরীর কেন্দ্রীয় বাসটার্মিনাল নথুল্লাবাদের সামনের মহাসড়কে আটকে বিক্ষোভ করে তারা। বরিশাল-ঢাকাসহ স্থানীয় সব রুটের শতশত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দুই প্রান্তে যানবাহন আটকে যাত্রী ভোগান্তি হয়। পরে বিকেল ৫টায় মহাসড়ক থেকে উঠে আসে শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘বিমান দুর্ঘটনার পর এতো সংখ্যক শিক্ষার্থী নিহত ও আহত হয়েছে। কিন্তু এ ঘটনায় তাৎক্ষণিক সিদ্ধান্ত না নিয়ে রাত তিনটায় কেন পরীক্ষা স্থগিতের ঘোষণা আসবে? শিক্ষার্থীরা প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলে পরীক্ষা স্থগিতের বিষয়ে আগে কেন সিদ্ধান্ত নেওয়া হয়নি? এমন শিক্ষা উপদেষ্টা আমরা চাই না। এ ঘটনার জন্য অবিলম্বে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ করতে হবে।’

এ ছাড়া দুর্ঘটনায় সঠিক হতাহতের পরিসংখ্যান জানাতে হবে। শিক্ষকদের মারধরের ঘটনায় সেনা সদস্যদের ক্ষমতা চাইতে হবে। প্রত্যেকের পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে। এ সব দাবি অবিলম্বে মেনে না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।