৯ ঘণ্টা পর মাইলস্টোন থেকে বের হতে পারলেন দুই উপদেষ্টা
৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর অবশেষে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে বের হতে পারলেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশের পাহারায় শিক্ষাপ্রতিষ্ঠানটি থেকে বের হন তারা। তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও রয়েছেন।
দুই উপদেষ্টাকে বহনকারী গাড়ি মেট্রোরেলের ডিপোর দিক দিয়ে বের হয়। এ সময় পুলিশের বিপুল সদস্য উপস্থিত ছিল।
এর আগে দুপুর সোয়া ৩টার দিকে পুলিশের পাহারায় মাইলস্টোন থেকে বের হওয়ার চেষ্টা করেছিলেন এ দুই উপদেষ্টা। তবে শিক্ষার্থীদের বাধার মুখে তাদের গাড়িবহর ফের শিক্ষাপ্রতিষ্ঠানটিতে ফিরে যায়।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আজ সকাল সাড়ে ১০টার দিকে মাইলস্টোনের দুর্ঘটনাকবলিত হায়দার আলী ভবন পরিদর্শন করেন দুই উপদেষ্টা। পরিদর্শন শেষে ভবন-৫ এ আসার পথে আসিফ নজরুলের পথ রোধ করার চেষ্টা করেন শিক্ষার্থীরা। আসিফ নজরুল ভবনে-৫ পৌঁছানোর পর সেখানে যান শিক্ষা উপদেষ্টা। সেই ভবনে দীর্ঘক্ষণ অবস্থান করেন এ দুই উপদেষ্টা। এ সময় ভবনের বাইরে ক্ষতিপূরণসহ নানা দাবিতে বিক্ষোভ করছিল শিক্ষার্থীরা।
দুপুর ১২টা ৩০ মিনিটে পুলিশি পাহারায় ভবন-৫ এর সামনে হ্যান্ড মাইকে কথা বলেন আসিফ নজরুল। এ সময় তার সঙ্গে প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
আসিফ নজরুল বলেন, ‘আপনাদের দাবির সঙ্গে আমরা সম্পূর্ণ একমত। আপনারা যে দাবিগুলো করেছেন তা অত্যন্ত যৌক্তিক। সরকারের পক্ষ থেকে আশ্বাস দিচ্ছি, আপনাদের সব দাবি মেনে নেব। অভিভাবক হিসেবে আমরা সহানুভূতি জানাতে এখানে ছুটে এসেছি। আপনাদের দাবি মেনে নেব। কোমলমতি যারা প্রাণ হারিয়েছে অবশ্যই তাদের প্রকৃত অবস্থা জানানো হবে। কতজন শহিদ হয়েছে, কতজন আহত হয়েছে প্রকৃত তথ্য জানানো হবে। ’
তিনি বলেন, ‘কনফারেন্স রুমে ঘণ্টায় ঘণ্টায় সব তথ্য জানানো হবে। যে বাহিনী আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, সরকারের পক্ষ থেকে আমরা ক্ষমা চাইছি। সবার দাবি মেনে নিয়েছি। আসুন যারা আহত-নিহত হয়েছে সবার পাশে দাঁড়াই।’