এবার জয়াকে বিজেপি নেতার কটাক্ষ
পশ্চিমবঙ্গে গত শুক্রবার মুক্তি পেয়েছে বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান অভিনীত সিনেমা ‘ডিয়ার মা’। এটি নির্মাণ করেছেন নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী। সিনেমার মুক্তি উপলক্ষে বেশ কিছুদিন ধরেই কলকাতায় অবস্থান করছেন বাংলাদেশের এই অভিনেত্রী। অংশ নিচ্ছেন এর প্রচার-প্রচারণায়। তবে অভিনেত্রীকে শুনতে হচ্ছে কটাক্ষ! তার সমালোচনায় মেতেছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য।
সম্প্রতি সামাজিকমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে জয়ার উদ্দেশে শমীক বলেন, ‘একবারও কি বলছেন, বাংলাদেশে যা হচ্ছে তা অন্যায় হচ্ছে!’
মূলত গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ভারতের নানা গণমাধ্যম বিভিন্ন অপপ্রচারে মত্ত হয়েছে। বিভিন্ন ভুয়া ঘটনাকে তারা ‘সাম্প্রদায়িক’ রং মিশিয়ে উপস্থাপন করছে। ফলে দুই বাংলায় ছড়িয়েছে বিদ্বেষ।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া সেই ভিডিওতে শমীক ভট্টাচার্য আরও বলেন, ‘জয়া আহসান বলে একজন অভিনেত্রী আছেন। একদম সামনে। মঞ্চ আলো করে! বড় মাপের অভিনেত্রী। তার জনপ্রিয়তা আছে। তার গ্রহণযোগ্যতা আছে। কিন্তু একবারও কি বলেছেন, ওপারে সংখ্যালঘুদের সঙ্গে যা হচ্ছে, অন্যায় হচ্ছে?’
এর আগে টালিউডে জয়ার নিয়মিত কাজ করা নিয়ে ক্ষোভ ঝেড়েছেন পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেত্রী জুঁই বিশ্বাস।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট