শিশুদের জন্য কুমার বিশ্বজিতের প্রার্থনা
কানাডায় এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন দেশবরেণ্য কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড়। দুর্ঘটনাটি ঘটে ২০২৩ সালের ১৪ ফেব্রুয়ারি। সেই দুর্ঘটনায় তার তিন বন্ধু মারা গেলেও বেঁচে যায় নিবিড়। দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে তিনি একটি রিহ্যাব সেন্টারে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
গেল এপ্রিলে সর্বশেষ জানা যায়, নিবিড়ের শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে। কুমার বিশ্বজিৎ ছেলের সুস্থ হওয়ার জন্য অপেক্ষা করছেন এবং প্রায় সময় তিনি কানাডাতেই অবস্থান করছেন। দেশবাসীর কাছে ছেলের সুস্থতার জন্য দোয়া চেয়ে বলেছিলেন, ‘সুস্থতার অপেক্ষা করছি। অপেক্ষা ছাড়া পথ নেই। সবার কাছে আশীর্বাদ চাই, যেন সব ঠিক হয়ে যায়।’
একমাত্র সন্তানের সুস্থতার অপেক্ষায় থাকা পিতৃহৃদয় এবার শোকে আচ্ছন্ন হলো উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় মৃতদের জন্য। আহতদের সুস্থতার জন্য প্রার্থনা জানিয়েছেন তিনি।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
এক ফেসবুক পোস্টে শিল্পী লিখেছেন, ‘মাইলস্টোন ক্যাম্পাসে বিমান দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি গভীর শোক এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। পরম করুণাময়ের কাছে প্রার্থনা কোমলমতি যে নিষ্পাপ শিশুরা আহত হয়ে হাসপাতালে আছে, তাদের আপনি দ্রুত সুস্থতা দান করুন।’
অন্য একটি পোস্টে তিনি রক্ত দাতাদের একটি দীর্ঘ তালিকাও প্রকাশ করেছেন।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
উল্লেখ্য, গতকাল সোমবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জুনিয়র সেকশনের ভবনে বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। বিকট বিস্ফোরণে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। এ ঘটনায় পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামসহ ২৭ জন নিহত এবং ১৭১ জনের বেশি আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুর্ঘটনাটি পুরো জাতিকে গভীর শোকের সাগরে ভাসিয়ে দিয়েছে।