তিন জেলায় এনসিপির পদযাত্রা স্থগিত
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গোটা জাতি শোকে স্তব্ধ। এ অবস্থায় নিজেদের ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার পদযাত্রা কর্মসূচি স্থগিত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ মঙ্গলবার বিকেল পাঁচটায় ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এনসিপির পদযাত্রা ও পথসভা কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার সময় ছিল। এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য এহসানুল মাহবুব জোবায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় সবাই শোকে স্তব্ধ। দলের কেন্দ্রীয় নেতারা খাগড়াছড়িতে পদযাত্রা শেষে ফেনীর উদ্দেশে রওনা হয়েছিলেন। ফেনীতে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী নেতাকর্মীরাও সভাস্থল এসে উপস্থিত হন। পথিমধ্যে ঘটে মাইলস্টোনের ঘটনা। পরে তৎক্ষণাৎ এনসিপির কেন্দ্রীয় নেতারা ঢাকার উদ্দেশে রওনা হন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এ পরিস্থিতিতে ফেনীর সোমবারের কর্মসূচি এবং আজ মঙ্গলবার নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার কর্মসূচি স্থগিত করা হয় বলে জানান এহসানুল মাহবুব জোবায়ের।
এর আগে সোমবার দুপুর ১টা ১৮ মিনিটের দিকে উত্তরার দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর এফ-৭ বিজজিআই (৭০১) মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
প্রসঙ্গত, পহেলা জুলাই থেকে মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে এনসিপি। এর মধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় এই কর্মসূচি পালন করেছে দলটি।