বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এনসিপির বিশেষ মোনাজাত
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নোয়াখালী জেলা শাখার উদ্যোগে জামে মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
এশার নামাজের পর আয়োজিত দোয়া মাহফিলে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কালো ব্যাজ ধারণ করেন এনসিপির নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন, কেন্দ্রীয় সদস্য তুহিন ইমরান, জেলা সংগঠক কাজী তানভীরসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন জানান, জাতীয় নাগরিক পার্টি সবসময় দেশের মানুষের দুঃসময়ে পাশে থাকবে। এই দুর্ঘটনায় আমাদের হৃদয় ভারাক্রান্ত। শহীদদের জন্য আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সম্মান ও দোয়া অব্যাহত থাকবে।
এদিকে দুর্ঘটনার তাৎক্ষণিক পরপরই জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি চিকিৎসকদের একটি বিশেষ জরুরি সেবাদানকারী দল গঠন করেছে এবং দুর্ঘটনাস্থলে কাজ করছে মানবিক সহায়তার লক্ষ্যে।
একই সঙ্গে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে জুলাই পদযাত্রার আজ ও আগামীকালের সকল কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে।