আজ কোথায় কী আয়োজন

অনলাইন ডেস্ক
২২ জুলাই ২০২৫, ০৮:১৭
শেয়ার :
আজ কোথায় কী আয়োজন

প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানা ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।

আজ মঙ্গলবার উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী রয়েছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।

রাষ্ট্রীয় শোক

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। বাংলাদেশের সব সরকারি, আধা- সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি জন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

নিহতদের মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মসূচি

সকাল পৌনে ৮টায় উত্তরা আই ই এস স্কুল মসজিদে উত্তরা মাইলস্টোন স্কুলে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগরী উত্তরের উদ্যোগে দোয়া মহফিল অনুষ্ঠিত হবে। এসময় উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জননেতা মোহাম্মদ সেলিম উদ্দিন।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কর্মসূচি

বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের আয়োজনে মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় দোয়া মুনাজাত অনুষ্ঠিত হবে।

জাতীয় ঐকমত্য কমিশনের কর্মসূচি

সকাল সাড়ে ১০টায় ফরেন সার্ভিস অ্যাকাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ১৭তম দিনের আলোচনা অনুষ্ঠিত হবে।