আজই সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ
প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে দারুণ ফুরফুরে মেজাজে রয়েছে বাংলাদেশ দল। আজ মিরপুরে দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে। আর এই ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে টিম টাইগারদের। ফলে আজ জয় দিয়েই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করতে চাচ্ছে লিটন দাসের দল। অন্যদিকে সফরকারী পাকিস্তানের জন্য ম্যাচটি ‘ডু অর ডাই’। হারলেই সিরিজ হার নিশ্চিত হয়ে যাবে আগা সালমানদের। তাই জয়ের বিকল্প ভাবছে না দলটি। তাই আঁচ করাই যাচ্ছে খেলাটি বেশ উপভোগ্য আর জমজমাট হবে।
কয়েক দিন আগেই শ্রীলংকার মাটিতে তাদের হারিয়েই টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় প্রথম ম্যাচেই পাকিস্তানকে স্রেফ উড়িয়েই দিয়েছে বলাই চলে লিটন দাসের দল। এ ম্যাচে মোটামুটিভাবে বলা যায়, বাংলাদেশই ফেভারিট হিসেবে খেলবে। আগের ম্যাচে দারুণ ব্যাটিং করেছেন ওপেনার পারভেজ হোসেন ইমন। ৩৯ বলে ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে করেছেন অপরাজিত ৫৬ রান। যার মধ্যে পাঁচ পাঁচটি বিশাল ছয়ের মার মেরেছেন এই তরুণ ওপেনার। আজকের ম্যাচেও তার ব্যাটের দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন ওপেনার তানজিদ তামিম ও অধিনায়ক লিটন। এ ম্যাচটিতে তাদের দুজনকে আগের ফর্মে ফিরতে হবে বাংলাদেশকে জিততে হলে। এ ছাড়া তাওহীদ হৃদয় আর জাকের আলি অনিকও ভালো ব্যাটিং করেছেন।
মূলত পাকিস্তানকে হারানোর পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বাংলাদেশ দলের পেস অ্যাটাক। মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তানজিম সাকিবরা পাকিস্তানকে মাত্র ১১০ রানে অলআউট করে দেন। মোস্তাফিজ করেছেন বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে কম রান দেওয়ার রেকর্ড। ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। এ ছাড়া আরেক সফল বোলার তাসকিন ২২ রান দিয়ে ৩ উইকেট নিয়ে পাকিস্তানের ইনিংসের কোমর ভেঙে দেন। তানজিম ১ উইকেট পেলেও রান দিয়েছেন কম। আজকের ম্যাচে বাংলাদেশের ভালো করতে হলে এই তিন পেসারের আগের ম্যাচের ভূমিকায় অবতীর্ণ হতে হবে।
আরও পড়ুন:
স্পিনে ভরসা রাচিনের
প্রথম ম্যাচে হেরে অনেকটাই ব্যাকফুটে পাকিস্তান দল। সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের সামনে। তাই অধিনায়ক আগা সালমান জয়ের বিকল্প কিছু ভাবছে না। অবশ্য পাকিস্তান তাদের সেরা খেলোয়াড় ছাড়াই এ সফরে এসেছে। বিশেষ করে অভিজ্ঞ দুই ব্যাটার মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম আর দুই পেসার শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহকে ছাড়াই এসেছে। তার পরও সিরিজ বাঁচাতে হলে এই ম্যাচ জিততেই হবে তাদের। ওপেনার ফখর জামান প্রথম ম্যাচে রান পেলেও অন্য ব্যাটাররা ছিলেন পুরোপুরি ব্যর্থ। এ ম্যাচ বাঁচাতে হলে পাক ব্যাটারদের অবশ্যই জ্বলে উঠতে হবে। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে মাত্র তিনটি ম্যাচ জিতেছে বাংলাদেশ দল। তিনটিই মিরপুরের হোম গ্রাউন্ড শেরেবাংলা স্টেডিয়ামে। এই সুখস্মৃতি বাংলাদেশের অনুপ্রেরণা হিসেবে কাজে দিতে পারে।
আরও পড়ুন:
সূর্যর সাফল্যের মন্ত্র