আইসিইউতে ১০ জন, অবস্থা সংকটাপন্ন

অনলাইন ডেস্ক
২১ জুলাই ২০২৫, ২০:৩৯
শেয়ার :
আইসিইউতে ১০ জন, অবস্থা সংকটাপন্ন

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে গুরুতর দগ্ধ হওয়া ১০ জনকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে নেওয়া হয়েছে। তাদের শরীরের ৯০ থেকে ৯৫ শতাংশ পর্যন্ত দগ্ধ হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

আজ সোমবার সন্ধ্যায় জাতীয় বার্ন ইনস্টিটিউট জানায়, আইসিইউতে স্থানান্তরিতদের অবস্থা আশঙ্কাজনক।

আইসিইউতে ভর্তি আহতরা হলেন—মাসুকা (৩৭), বাপ্পী সরকার (৯), মাহতাব (১৪), নাফিজ (৯), শামীম (১৪), শায়ান ইউসুফ (১৪), সায়মা (১০), মাহিয়া (১৫), আফরান (১৪) এবং মাইলস্টোন স্কুলের কো-অর্ডিনেটর মাহরিন চৌধুরী (৪২)। আইসিইউতে চিকিৎসাধীন সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এর আগে, আজ দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পর পর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠে বিধ্বস্ত হয় বিমানটি। এফ-৭ বিজেআই মডেলের এ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এ পর্যন্ত ৬০ জনকে বার্ন ইউনিটে নেয়া হয়েছে। নিহত হয়েছে ১৯ জন।

এর আগে, আজ দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পর পর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠে বিধ্বস্ত হয় বিমানটি। এফ-৭ বিজেআই মডেলের এ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এ পর্যন্ত ৬০ জনকে বার্ন ইউনিটে নেয়া হয়েছে। নিহত হয়েছে ১৯ জন।