‘আমার ছেলেকে এক পলক দেখতে চাই’
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে স্বজনদের ভিড়
বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় হতাহতদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হচ্ছে। দুর্ঘটনায় আহত ও নিহতদের খুঁজতে হাসপাতালের জরুরি বিভাগের সামনে ভিড় করেছেন স্বজনরা। আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে সরেজমিনে এমন চিত্র দেখা গেছে।
উত্তরার মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী বোরহান উদ্দিনের খোঁজে জাতীয় বার্ন ইনস্টিটিউটে এসেছেন তার মা। হাসপাতালে এসেও কোনো তথ্য না পেয়ে নিজের ছেলে বোরহানের ছবি দেখিয়ে কান্নাকাটি শুরু করে তিনি। এর অনেক্ষণ পরে হাসপাতালের জরুরি বিভাগের সামনে গিয়ে জানতে পারেন, তার ছেলেকে বার্ন ইনস্টিটিউটেই নেওয়া হয়েছে।
কাঁদতে কাঁদতে বোরহানের মা বলেন, ‘আমার ছেলে খুবই ভীতু। তৃতীয় শ্রেণিতে পড়ে। সকাল ৮টার দিকে বের হয়েছে। আমি আমার ছেলেকে এক পলক দেখতে চাই।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার পর থেকে ওই স্কুলের হতাহত শিক্ষার্থীদের স্বজনরা বার্ন ইনস্টিটিউটের সামনে ভিড় করেন। তারা তাদের সন্তানদের খোঁজ করছেন। তাদের উপস্থিতিতে বার্ন ইউনিটের জরুরি বিভাগের সামনে এক শোকাবহ পরিস্থিতি বিরাজ করছে।
প্রসঙ্গত, আজ সোমবার দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়েছে।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার অভিযান পরিচালনা করছে।