বার্ন ইনস্টিটিউটে রক্তের জন্য আহাজারি
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তবে আহতদের চিকিৎসায় জরুরি ভিত্তিতে রক্তের জন্য ইনস্টিটিউটের ভেতরে এবং বাইরে মাইকিং করা হচ্ছে।
আজ সোমবার বিকেলে জাতীয় বার্ন ইনস্টিটিউট ঘুরে দেখা যায়, দলে দলে শিক্ষার্থী ও সাধারণ মানুষ রক্ত দিতে আসছেন। তবে পজিটিভ রক্ত পর্যাপ্ত হয়ে গেলেও সংকট রয়েছে নেগেটিভ রক্তের। এ অবস্থায় মেডিকেলের ভেতরে এবং বাইরে মাইকিং করা হচ্ছে রক্তের জন্য।
পাশাপাশি মেডিকেলে বাইরে ট্রাফিক পুলিশ সদস্যরা হ্যান্ড-মাইক দিয়ে নেগেটিভ রক্তের জন্য মাইকিং করছেন। সংকট এখনও আছে বলে জানিয়েছেন তারা।
এদিকে, উত্তরা আধুনিক হাসপাতালে জরুরি ভিত্তিতে ‘ও নেগেটিভ’ রক্ত খোঁজা হচ্ছে। আজ বিকেলে আশাপাশের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা রক্তের জন্য আকুতি জানাচ্ছেন।
সাধারণ মানুষ রক্ত দেওয়ার জন্য এগিয়ে আসছেন। তবে ও নেগেটিভ রক্ত মিলছে না।
স্বেচ্ছাসেবক একজন বলেন, ‘আমাদের এখানে (উত্তরা আধুনিক হাসপাতালে) ও নেগেটিভ ব্লাড লাগবে। অন্যান্য গ্রুপের ব্লাড পাওয়া গেছে। ও নেগেটিভ পাওয়া যাচ্ছে না।’
উত্তরা আধুনিক হাসপাতাল ছাড়াও কুয়েত মৈত্রী হাসপাতাল, উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ, মনসুর আলী মেডিকেল কলেজ, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও জাতীয় বার্ন ইনস্টিটিউটে আহতদের নেওয়া হয়েছে। তাদের বেশির ভাগই দগ্ধ বলে জানাচ্ছেন চিকিৎসকরা।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?