প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় রাষ্ট্রপতির শোক
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
আজ সোমবার বিকেলে এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, ‘এই মর্মান্তিক দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
রাষ্ট্রপতি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান।
উল্লেখ্য, আজ দুপুর ১টার কিছু পর বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। বিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে ভবনে আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় ভবনে প্রায় ১০০ থেকে ১৫০ শিক্ষার্থী অবস্থান করছিল বলে জানা গেছে। এ ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন এবং নারী-শিশুসহ অনেকে দগ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?