আহতদের খোঁজ নিতে বার্ন ইনস্টিটিউটে প্রেস সচিব

অনলাইন ডেস্ক
২১ জুলাই ২০২৫, ১৬:৪৯
শেয়ার :
আহতদের খোঁজ নিতে বার্ন ইনস্টিটিউটে প্রেস সচিব

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় চিকিৎসাধীনদের খোঁজ নিতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ সোমবার বিকেল পৌনে ৪টার দিকে তিনি বার্ন ইউনিটে পৌঁছান এবং সেখানে দায়িত্বরত চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

এ সময় তিনি দগ্ধ রোগীদের অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন। এখনো তিনি বার্ন ইউনিটে অবস্থান করছেন।

বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে জাতীয় বার্ন ইনস্টিটিউট।এছাড়া আহত হয়েছেন দেড় শতাধিক। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।