বিমান বিধ্বস্তের ঘটনায় এনসিপির মেডিকেল টিম গঠন
উত্তরার মাইলস্টোন কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে মেডিকেল টিম গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।আজ মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে দলটি।
এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, হেড অব হেলথ উইংয়ের দায়িত্বপালন করবেন দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক ডা: মো: আব্দুল আহাদ (01737142694), সমন্বয়ক থাকছেন, ডা. মাহমুদা আলম মিতু (0171564 8224)। আর সদস্য হিসেবে আছেন ডা. মো. ইউসুফ জামিল তিহান (01712714168), ডা. মনির হোসেন (01770591529), ডা. মারুফুল ইসলাম (01723541767), ডা. সাব্বির আহমেদ (01886585926)।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত দুইজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে জাতীয় বার্ন ইনস্টিটিউট।এছাড়া দগ্ধ হয়েছে ৬০ জন। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?