‘হঠাৎ একটা বড় আওয়াজ হলো, তাকিয়ে দেখি ধোঁয়া উঠছে’
উত্তরার মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত দুইজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে জাতীয় বার্ন ইনস্টিটিউট। এছাড়া দগ্ধ হয়েছে ৬০ জন। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ফারজানা হক নামের এক অভিভাবক বলেন, ‘হঠাৎ একটা বড় আওয়াজ হলো। তাকিয়ে দেখি ধোঁয়া উঠছে। স্কুলের পাশেই আগুন আর ধোঁয়া দেখা যাচ্ছিল। শিশুদের কাঁদতে দেখেছি।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এমন অভিজ্ঞতার কথা জানিয়েছেন অন্যান্য প্রত্যক্ষদর্শীরাও। নাবিলা নামের কলেজ শাখার এক শিক্ষার্থী বলেন, ‘বিকট শব্দ হতেই ক্লাসের শিশুরা ভয় পেয়ে চিৎকার শুরু করে। আমরা বুঝে উঠতে পারছিলাম না— কী হয়েছে? জানালার পাশে ধোঁয়া দেখা যাচ্ছিল।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
জানা গেছে, মাইলস্টোন কলেজের মূল ক্যাম্পাসের উত্তর পাশে খেলার মাঠ ঘেঁষা অংশেই বিমানটি পড়ে। পাশেই অবস্থিত প্রাইমারি শাখার ভবন। দুর্ঘটনার পরপরই ছুটে যান অভিভাবকেরা। অনেক মা-বাবাকে গেটের বাইরে দাঁড়িয়ে সন্তানদের নাম ধরে ডেকে কাঁদতে থাকেন। এখনো উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।