ইয়েমেনের বন্দরে হামলা চালাল ইসরায়েল
ইয়েমেনের গুরুত্বপূর্ণ হোদাইদা বন্দরে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)। তারা বলছে, ইয়েমেনে সশস্ত্র গোষ্ঠী হুতির স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
এক্স এ দেওয়া এক পোস্টে আইডিএফ জানায়, ‘হুতিদের গাড়ি, জ্বালানি কন্টেইনার ও নৌকায় লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
ইসরায়েল-হামাস সংঘাত শুরুর পর থেকে, ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা নিয়মিতভাবে গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা করেছে। হুতিদের স্থাপনা লক্ষ্য করেও হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস