অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে বাঁচল এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ

আন্তর্জাতিক ডেস্ক
২১ জুলাই ২০২৫, ১৫:৩৬
শেয়ার :
অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে বাঁচল এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ

আবারও দুর্ঘটনার মুখে পড়েছিল এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ। আজ সোমবার অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গেছে ভারতীয় বিমান সংস্থার একটি ফ্লাইট। প্রবল বৃষ্টির মধ্যে ভারতের মহারাষ্ট্রের মুম্বাই বিমানবন্দরে এই ঘটনাটি ঘটেছে। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

প্রতিবেদনে বলা হয়, এই ঘটনায় বিমানের চাকা এবং ইঞ্জিন বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন বিমানটির ক্রু ও যাত্রীরা।  

কোচি থেকে আসছিল একটি এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি। ভারী বৃষ্টিতে ভেজা মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়েতে অবতরণের সময় ছিটকে পড়ে।  তবে যাত্রীরা সবাই নিরাপদে আছেন বলে বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

এনডিটিভিতে প্রকাশিত ছবিতে দেখা গেছে, বিমানটির পেছনের অংশে কাচের টুকরো আটকে রয়েছে এবং একটি ইঞ্জিনে স্পষ্ট ক্ষতির চিহ্ন রয়েছে। রানওয়েতেও আংশিক ক্ষয়ক্ষতির খবরও মিলেছে। ঘটনার পর বিমানটিকে গ্রাউন্ডেড করে রাখা হয়েছে এবং বর্তমানে কারিগরি পরীক্ষা চলছে।