‘সরকার ক্রমান্বয়ে একটি রাজনৈতিক দলের হয়ে গেছে’
বর্তমান সরকার ক্রমান্বয়ে একটি রাজনৈতিক দলের সরকার হয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ সোমবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের নানা ধরনের দুর্বলতা প্রকাশ পাচ্ছে। আইনশৃঙ্খলার পরিস্থিতি খারাপ হচ্ছে।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এসময় আওয়ামী ফ্যাসিবাদী আমলের নানা প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ‘বাংলাদেশ ছিল শেখ হাসিনার বানানো কারাগার, গোটা দেশটাই ছিল আয়নাঘর।’
ছাত্রদের নতুন রাজনৈতিক দল প্রসঙ্গে প্রশ্ন তুলে রিজভী বলেন, ‘জুলাই গণহত্যার বিচারের আগে কেনো রাজনৈতিক দল করা হলো।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
তিনি আরও বলেন, ‘গণতন্ত্র এখনো নিরাপদ নয়। এখনো নানা ধরনের গোঁজামিল রয়েছে।’
নির্বাচিত সরকার হলে শক্তভাবে দেশ পরিচালনা করা যায়, অন্য কোনো সরকার তা পারে না বলেও মন্তব্য করেন রিজভী।