এলাকায় সবার কবর খুঁড়তেন শেখ আহমদ, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেখ আহমদ মিয়া ওরফে শেকা মিয়া (৫৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল রবিবার রাতে নিজ বাড়িতে বিদ্যুৎ সংযোগের কাজ করার সময় এ ঘটনাটি ঘটে।
শেকা মিয়া নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জুবলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চেরামত আলী দফাদারবাড়ির বাড়ির রাজা মিয়ার ছেলে। এলাকায় কবর খোঁড়ার কারণে সবার কাছে পরিচিত ছিলেন তিনি। মৃত্যুর আগে তিনি প্রায় তিন-চার শতাধিক কবর খুঁড়ে দিয়েছেন তাও বিনা পারিশ্রমিকে।
স্থানীয় বাসিন্দা নূর মোহাম্মদ জানান, শেকা মিয়া বাড়িতে নিজ উদ্যোগে একটি টিউবওয়েল বসান। সেখানে বৈদ্যুতিক লাইটের সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হন এবং পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চরজুবিলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিল বলেন, ‘কবর খোঁড়া ছিল তার এক প্রকার নেশা। নিখুঁতভাবে কবর খুঁড়তেন তিনি, যা আমাদের সবার নজরে পড়ত।’
নিহতের বড় ছেলে কেফায়েত বলেন, ‘আমার বাবা কোনো পারিশ্রমিক ছাড়াই বহু মানুষের কবর খুঁড়েছেন। এটি ছিল তার আত্মিক শান্তির জায়গা।’
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়া জানান, বিষয়টি আমাদের জানানো হয়নি। পরে জানতে পারি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।