সমু চৌধুরীর ‘নামে চালাক কামে বোকা’
সোনার চর গ্রামের নাম এখন আর কেউ সোনার চর বললে চিনে না। বেশ আগেই সোনার চর নাম বদলে এই গ্রামের নাম হয়েছে চালাক চর। চালাক চর নামকরণ মানে এই নয় যে, এই গ্রামের বেশির ভাগ মানুষ চালাক। বিষয়টা এর উল্টো। মূলত এই গ্রামের বেশির ভাগ মানুষই যথেষ্ট বোকা। কিন্তু তারা নিজেরদের মহাপণ্ডিত ভাবে।
অথচ সারাদিন তারা খুব নিখুঁতভাবে নানা ধরনের বোকামি করে। দেখা গেল, কেউ দোকান বা বাসাবাড়ির ঘরে তালা দিল। চাবি হারিয়ে যাবে বলে, সেই চাবি তালার পাশেই কোথাও ঝুলিয়ে রাখে। তাদের হিসাব এবার আর চাবি হারাবে না। কিন্তু চোর যে তালার পাশে ঝুলানো চাবি দিয়ে সহজে তালা খুলে সব নিয়ে যাবে। এ হিসাব এই বোকার চরের মানুষের নেই। আবার এমনও হয়, তালা খুলে যে চোর ঘরে প্রবেশ করেছে সেও যেহেতু এই বোকার চরের বাসিন্দা। এমনি গল্প নিয়ে নির্মিত হয়েছে দীর্ঘ কমেডি ধারাবাহিক নাটক ‘নামে চালাক কামে বোকা’।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
সুজিত বিশ্বাসের রচনায় এটি পরিচালনা করেছেন নাসির উদ্দিন মাসুদ। এতে অভিনয় করেছেন তন্ময় সোহেল, মানসী প্রকৃতি, শফিক খান দিলু, শিরিন আলম, মিলন ভট্টাচার্য্য, সমু চৌধুরী, সেলজুক, ফাতেমা হীরাসহ অনেকে। আজ সোমবার রাত ৯টা ২০ মিনিটে ধারাবাহিকটি প্রকার হবে আরটিভিতে।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট