যুক্তরাষ্ট্রে যাচ্ছে অর্থহীন

বিনোদন প্রতিবেদক
২১ জুলাই ২০২৫, ১২:৫৮
শেয়ার :
যুক্তরাষ্ট্রে যাচ্ছে অর্থহীন

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে দেশের জনপ্রিয় ব্যান্ডদল অর্থহীন। সেখানকার মোট ১২টি শহরে কনসার্ট করবে তারা। আর এর মধ্যদিয়ে এবারই প্রথম দেশটিতে পারফর্ম করবে অর্থহীন। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যান্ডের ম্যানেজার এহসানুল হক টিটো।

তিনি জানান, আগামী নভেম্বর থেকে ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, শিকাগোসহ মোট ১২টি শহরে পারফর্ম করবে অর্থহীন।

টিটো বলেন, ‘দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র সফর নিয়ে আলোচনা চলছিল। কিন্তু সুমন ভাইয়ের (বেজবাবা সুমন) শারীরিক অবস্থার কারণে তা সম্ভব হয়নি। সাম্প্রতিক সময়ে তিনি আগের চেয়ে ভালো বোধ করছেন। তাই আমরা আবার কনসার্টে ফিরেছি। এবার যুক্তরাষ্ট্র সফরের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এই কনসার্ট ট্যুরের আয়োজক হিসেবে থাকছে মিউজিক বাংলা ও ভেরিতাস ইভেন্টস। সময়সূচি ও ভেন্যুর বিস্তারিত তথ্য শিগগিরই জানানো হবে অর্থহীনের অফিসিয়াল ফেসবুক পেজে।

বলা দরকার, ব্যান্ডের বর্তমান লাইনআপে আছন- সুমন (ভোকাল ও বেজ গিটার), মার্ক ডন (ড্রামস), এহতেশাম আলী মঈন (গিটার) ও এহসানুল হক টিটো (ম্যানেজার)।