কক্সবাজারে আসছেন বিশ্বখ্যাত ডিজে জাই উলফ

বিনোদন ডেস্ক
২১ জুলাই ২০২৫, ১২:০২
শেয়ার :
কক্সবাজারে আসছেন বিশ্বখ্যাত ডিজে জাই উলফ

সাজিব সাহা- নামটা হয়তো অনেকের কাছে নতুন। কিন্তু জাই উলফ নামটির সঙ্গে পরিচিত ইলেকট্রনিক মিউজিক প্রেমীরা। জন্মসূত্রে বাংলাদেশি হলেও বেড়ে উঠেছেন যুক্তরাষ্ট্রে। সেখান থেকেই শুরু তার জাদুকরী সংগীতযাত্রা। ‘ইন্ডিয়ান সামার’, ‘স্টারলাইট’, ‘দিস সং রিমাইন্ডস মি অব ইউ’- একটি নয়, একের পর এক হিট ট্র্যাক দিয়ে বিশ্বজুড়ে পেয়েছেন তুমুল জনপ্রিয়তা।

কোচেলা থেকে লোলাপালুজা- বিশ্বের সেরা ফেস্টিভ্যালগুলোতে তার উপস্থিতি মানেই বিশাল হাইপ। আর এবার সেই হাইপ নিয়ে প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন জাই উলফ!

তার গ্লোবাল ক্যারিয়ারের মধ্যে এই প্রথমবার তিনি পারফর্ম করবেন বাংলাদেশে। কক্সবাজারের বার্নিং ক্র্যাব ফেস্টিভ্যাল ২০২৬-এ হেডলাইন করবেন বাংলাদেশি-আমেরিকান ইলেকট্রনিক মিউজিক প্রযোজক জাই উলফ।

আয়োজকেরা বলছেন, আগামী বছরের ২৯-৩১ জানুয়ারি কক্সবাজারের সমুদ্রসৈকতেই বিশ্বমানের পারফরম্যান্স বার্নিং ক্র্যাব ফেস্টিভ্যালের অ্যাডভেঞ্চারাস অ্যাটমোস্ফিয়ার এবং প্রকৃতির মাঝে জাই উলফের ইমোশনাল, মেলোডিক ইডিএম সংগীত শ্রোতাদের নিয়ে যাবে এক অন্য মাত্রায়।