সিনেমা নিয়ে সাবিলার ইচ্ছে

বিনোদন সময় প্রতিবেদক
২১ জুলাই ২০২৫, ০০:০০
শেয়ার :
সিনেমা নিয়ে সাবিলার ইচ্ছে

টিভি নাটকের পরিচিত মুখ সাবিলা নূর। গেল ঈদে ‘তাণ্ডব’ সিনেমা দিয়ে বড়পর্দায় নাম লেখান। অভিষেকেই তিনি জুটি বাঁধেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গে। রায়হান রাফী পরিচালিত সিনেমাটি ব্যবসায়িকভাবে ভালোই সফলতা পেয়েছে। চলচ্চিত্রসংশ্লিষ্ট অনেকেই বলছেন, বড়পর্দায় সাবিলার নিয়মিত হওয়া উচিত।

এ বিষয়ে পরিকল্পনার কথা জানতে যোগাযোগ করা হলে তিনি জানান, চিন্তাভাবনা আর সময় নিয়েই সিনেমা অঙ্গনে পা রেখেছেন। বছরে কমপক্ষে দুটি সিনেমায় কাজ করার ইচ্ছে আছে।

সাবিলা বলেন, ‘কয়েক বছর ধরে দর্শক প্রতি উৎসবেই আগ্রহ নিয়ে সিনেমা দেখছেন। এটি আমাকে সিনেমার প্রতি উৎসাহিত করেছে। আমার মনে হয়, ইন্ডাস্ট্রিতে খুব ভালো একটা সময় এসেছে। ভবিষ্যতে আরও হবে। ভিন্ন ধরনের গল্পের সিনেমা তৈরি হবে। ইচ্ছে আছে বছরে দুটি সিনেমায় অভিনয় করার।’

একজন শিল্পীর জন্য নিজেকে প্রমাণের সবচেয়ে বড় মাধ্যম সিনেমা। এ বিষয়টি ধারণ করে সাবিলা বলেন, ‘নিজের পারফরম্যান্স দেখানোর জন্য একজন আর্টিস্টের কাছে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম সিনেমা। কারণ নাটকে সময়ের একটা বিষয় থাকে। দুই থেকে তিন দিন কিংবা বড় বাজেটের নাটক হলে সর্বোচ্চ ছয়-সাত দিনে শুটিং শেষ করতে হয়। কিন্তু সিনেমায় চরিত্র অনুযায়ী নিজেকে প্রস্তুত করতে লম্বা সময় পাওয়া যায়। শুটিংও হয় সময় নিয়ে। তাই পারফরমার হিসেবে আমার কাছে সিনেমা খুব ভালো প্ল্যাটফর্ম। এখানে নিয়মিত হওয়ার জন্যই কাজ শুরু করেছি।’