খুলনা যাচ্ছেন জামায়াত আমির

খুলনা প্রতিনিধি
২০ জুলাই ২০২৫, ২১:০৬
শেয়ার :
খুলনা যাচ্ছেন জামায়াত আমির

খুলনায় যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আগামী মঙ্গলবার সকালে তিনি ঢাকা থেকে খুলনার পথে রওনা দিবে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেন দলটির সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

গতকাল শনিবার রাজধানী ঢাকায় জাতীয় সমাবেশে যোগ দিতে গিয়ে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত খুলনা জেলার দাকোপ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু সাঈদের পরিবারকে শান্তনা দিতে তিনি খুলনা যাচ্ছেন বলে জানা গেছে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমীরে জামায়াত রোববার খুলনা যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু সমাবেশস্থলে তিনি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকরা আপাতত কোথাও সফর না করার পরামর্শ দিয়েছেন। এজন্য আগামী মঙ্গলবার তিনি খুলনা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।’

আমিরে জামায়াতের খুলনার সফরসূচি পরে জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।