সেদিনও কেউ ‘বেইল’ দেয় নাই, আজকেও না: নিপুন

বিনোদন প্রতিবেদক
২০ জুলাই ২০২৫, ১৮:০৭
শেয়ার :
সেদিনও কেউ ‘বেইল’ দেয় নাই, আজকেও না: নিপুন

অন্যায় আর অপরাধের বিরুদ্ধে বরাবরই সোচ্ছার ‘মহানগর’খ্যাত নির্মাতা আশফাক নিপুন। ২৪-এর বৈষম্যবিরোধী আন্দোলন থেকে শুরু করে গণঅভ্যুত্থান পর্যন্ত ছাত্র-জনতার পক্ষে ছিলেন এই নির্মাতা। নেটদুনিয়ার পাশাপাশি ছিলেন রাজপথেও। কথা বলে গেছেন দেশের মানুষের হয়ে।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গেল ৫ আগস্ট স্বৈরশাসক শেখ হাসিনার পতন ঘটে। এরপরও নিশ্পুচ ছিলেন না নিপুন। কথা বলে গেছেন টালমাটাল দেশটাকে নিয়ে। সবাইকে এক হয়ে দেশ গড়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

বর্তমানেও দেশের যেকোনো ঘটনা, অন্যায় কিংবা সামাজিক নানা কর্মকাণ্ডে প্রায়ই কথা বলে থাকেন নির্মাতা আশফাক নিপুন। তারই ধারাবাহিকতায় আজ রবিবার আওয়ামী লীগের ডাকা হরতাল নিয়েও মুখ খুললেন এই নির্মাতা।

তার কথায়, ‘গত বছর এই দিন ওরা দিল কারফিউ, আজকে ডাকল হরতাল। সেই দিনও কেউ বেইল দেয় নাই এদের, আজকেও না। বড় গলায় দাবি করা ৪০% ভোটার হরতাল মানলেও হইত। ওরাও বের হইছে যার যার কাজে। স্যাড!’

নিপুনের এমন পোস্ট মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। অনেকেই মছার ছলে নানা কথা বলছেন। আবার কেউ কেউ জানতে চেয়েছেন, কোথায় হরতাল চলছে? অনলাইনে!