প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষকের
ময়মনসিংহে প্রাইভেটকারের ধাক্কায় মাহমুদুল হাসান মামুন (৩৫) নামের এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। আজ রবিবার সকালে কানারামপুর-ত্রিশাল রাস্তার চরশ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মামুন নান্দাইল উপজেলার চরবেতাগৈর ইউনিয়ন চরশ্রীরামপুর মাইজপাড়া গ্রামের মারকাযুস সুন্নাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও শিক্ষক ছিলেন।
জানা গেছে, আজ সকালে কানারামপুর-ত্রিশাল রাস্তার চরশ্রীরামপুর এলাকায় রাস্তার পাশে দাড়িয়ে ছিলেন মামুন। এ সময় একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর স্থানীয়রা গাড়িটির চালক ব্যাংক কর্মকর্তা মেহেদি হাসানকে আটক করে পুলিশে দেন।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, উক্ত ঘটনায় চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।