স্বেচ্ছাসেবকদলের নেতাকে কারণ দর্শানো নোটিশ
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক এস.এম বাবুকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা স্বেচ্ছাসেবকদল। আজ রবিবার বিকেলে রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মো. আব্দুল মালেক খান ও সদস্য সচিব তুহিনুর রহমান স্বাক্ষরিত এ নোটিশ প্রদান করা হয়।
নোটিশে বলা হয়, বালিয়াকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এস.এম বাবু কিছুদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে যে, আপনি সাংগঠনিক কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ করছেন না। গত ১৬ জুলাই কেন্দ্র ঘোষিত গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ না করে, আপনার ইচ্ছানুযায়ী গত ১৮ জুলাই জেলা স্বেচ্ছাসেবক দলের অনুমতি না নিয়ে নিজস্ব ব্যানারে বিক্ষোভ মিছিলের আয়োজন করেন। যা একজন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কের মত গুরুত্বপূর্ণ পদে থেকে করতে পারেন না। আপনার এহেন কার্যাকলাপে দলীয় শৃঙ্খলার সম্পূর্ণ পরিপন্থী, এমন স্বেচ্চাচারী কর্মকাণ্ডের জন্য কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না। এ মর্মে আগামী ৪৮ ঘন্টার মর্ধে স্বশ্বরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হইল।
কারণ দর্শানোর নোটিশের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খান ও সদস্য সচিব তুহিনুর রহমান।
আরও পড়ুন:
৩০০ আসনে নির্বাচনী অনুসন্ধান কমিটি গঠন