এনসিপির পদযাত্রায় বাধা আসছে: নাহিদ

চট্টগ্রাম ব্যুরো
২০ জুলাই ২০২৫, ১৭:১৮
শেয়ার :
এনসিপির পদযাত্রায় বাধা আসছে: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় বিভিন্ন জায়গা থেকে বাধা আসছে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম নগরীর স্টেশন রোডে মোটেল সৈকতে জুলাই শহিদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা অনেক ডিফিকাল্টির মধ্যে আছি। আপনারা দেখেছেন, গোপালগঞ্জে আমাদের সঙ্গে কী হয়েছে। বিভিন্ন জায়গায় নানাভাবে বাধা আসছে। আমরা আপনাদের কাছে দোয়া চাই। আপনাদের দোয়া আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

প্রশাসনের বিভিন্ন জায়গায় স্বৈরাচারের দোসররা বহাল আছে জানিয়ে নাহিদ বলেন, ‘আমরা সারাদেশে যাচ্ছি। শহিদ পরিবারের সঙ্গে বসছি। সবারই মোটামুটি একই ধরনের সমস্যা। কিছু জায়গায় সমস্যা কিছুটা কম, সুযোগ-সুবিধা পৌঁছেছে, খোঁজখবর নেওয়া হয়েছে। আমরা সরকারের ওপর বারবার চাপ সৃষ্টির চেষ্টা করছি। দেখা যাচ্ছে, সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ মাঠপর্যায়ে পৌঁছাচ্ছে না। প্রশাসনের বিভিন্ন জায়গায় এখনো স্বৈরাচারের দোসররা আছে, সেজন্য শহিদ পরিবারগুলোর যেভাবে সম্মান পাবার কথা সেভাবে হচ্ছে না, বিভিন্ন জায়গায় অভিযোগগুলো শুনছি।’

শহিদ পরিবারের সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমরা দল হিসেবে আপনাদের কাছে আসিনি। আসলে আমরা অভ্যুত্থানে একসঙ্গে ছিলাম, আমাদের আমন্ত্রণে আপনারা এখানে এসেছেন, সেই জায়গা থেকে দলমতের ঊর্ধ্বে উঠে আমরা সবাইকে এক পরিবার মনে করি। আসলে শহিদদের তো কোনো দল হয় না, তারা দেশের জন্য জীবন দিয়েছেন।’

শহিদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এনসিপি নেতারা পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে রাঙামাটির উদ্দেশ্যে রওনা দেন। এরপর বিকেল সাড়ে ৫টা থেকে চট্টগ্রাম নগরীতে পদযাত্রা করবেন তারা।

এদিকে, এনসিপির গোপালগঞ্জ ও কক্সবাজারের কর্মসূচিতে অপ্রীতিকর ঘটনায় চট্টগ্রামে দলটির সমাবেশকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এনসিপি নেতাদের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে ডগ স্কোয়াড। আজ বিকেল সাড়ে ৫টায় বহদ্দারহাটে জমায়েত এবং সেখান থেকে ষোলশহর দুই নম্বর গেট সংলগ্ন বিপ্লব উদ্যানে সমাবেশ করবে এনসিপি। 

এই কর্মসূচিকে কন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য নগরীর বিপ্লব উদ্যান ও আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে সেখানে। সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।